মঙ্গলবার লাল তরঙ্গে ভাসলো তেলিয়ামুড়া। সাম্প্রদায়িকতা ও বিচ্ছিন্নতাবাদকে প্রতিহত করে অষ্টম বামফ্রন্ট সরকার গড়াড় আহ্বান জানিয়ে তেলিয়ামুড়া মহকুমার প্রায় ৯০ কিলোমিটার পথে হয়েছে দৃপ্ত বাইক রেলি। উদ্যোক্তা ছিল এস এফ আই, টি এস ইউ, ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ যৌথ তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি।
দুপুর ১২টেয় তেলিয়ামুড়া থেকে শুরু হয় এই বাইক রেলি। এতে সামিল ছিল প্রায় ৩ হাজার বাইক। চালক ও সওয়ারি মিলে ছিল প্রায় ৬ হাজার ছাত্র-যুবক। ওদের পরনে ছিল লাল গেঞ্জি। মাথায় ছিল লাল টুপি। ছিল লাল টুপিও। যে পথ দিয়েই এগিয়ে গেছে এই উত্তাল প্রবাহমান লাল স্রোত, মানুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে জানিয়েছে সংহতি ও উষ্মা সংবর্ধনা। তেলিয়ামুড়া থেকে শুরু হওয়া এই রেলি ঘিলাতলী, কল্যাণপুর, বাগান বাজার, হয়ে আবার কল্যাণপুর, মোহরছড়া এরপর তেলিয়ামুড়া শহর মাড়িয়ে চাকমাঘাটে শেষ হয়।
এক প্রশ্নের উত্তরে ডি ওয়াই এফ আই তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক শংকর দেবনাথ জানান, আজকের এই বাইক রেলিকে ব্যর্থ করার জন্য বিজেপি গভীর চক্রান্ত করেছিল। ওদের সমস্ত চক্রান্তকে চূরমাড় করে দিয়ে অষ্টম বামফ্রন্ট গড়ার শপথে প্রায় ৬ হাজার যুবক প্রায় ৯০ কিলোমিটার পথে হয়েছে বাইক রেলি। এথেকে সবাই শপথ নেয় অষ্টম বামফ্রন্ট সরকার গড়ার।