365 ত্রিপুরা ৩৬৫
www.booked.net
+32
°
C
+32°
+27°
Agartala
Tuesday, 08
See 7-Day Forecast

Sep - 2019
 
ব্যাম্বো আর্টিসিয়ান কনক্লেভ শীর্ষক অনুষ্ঠানে ব্যাম্বো চাষীদের হাতে ব্যাগ তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ৩০.০৯.১৯শারোৎসবের ব্যস্ততা মূর্তি পাড়ায়। আগরতলা। ছবি/প্রিয়াংকু মোদক। ৩০.০৯.১৯ব্যাম্বো ইনভেস্টর মিটস্ শীর্ষক বৈঠকে উপস্থিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ৩০.০৯.১৯রাজধানীর যুব সমাজ ক্লাবে উন্নতমানের পলিথিন দিয়ে তৈরী হচ্ছে মূজা মন্ডপ। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৯.০৯.১৯প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের সচেতনতা মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৯.০৯.১৯নিম্ন চাপের জন্য দিনভর বৃষ্টি রাজ্যে,ছন্দপতন স্বাভাবিক জীবনে। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৯.০৯.১৯শহর ও শহরতলী থেকে তল্লাসী চালিয়ে প্রচুর বে-আইনি মদ ও নেশা সামগ্রী ষহ ৮জনকে গ্রেফতার করল পশ্চিম থানার পুলিশ। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৯.০৯.১৯প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের সচেতনতা মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৯.০৯.১৯মহালয়ার দিনে পিতৃপুরুষের উদ্দ্যেশে তর্পন। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৮.০৯.১৯রবীন্দ্রভবনে ২০১৯-২০ শিক্ষাবর্ষে পেশাগত মাধ্যমে ভর্তির জন্য ছাএ-ছাএীদের শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানের সূচনা করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৮.০৯.১৯সিটি সেন্টারেরর সামনে ধর্ষন কান্ডের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছে যুবরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৮.০৯.১৯মহালয়ার দিনে পিতৃপুরুষের উদ্দ্যেশে তর্পন। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৮.০৯.১৯সাংবাদিক বৈঠকে কথা বলছেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৮.০৯.১৯সিটি সেন্টারের সামনে সাইকেল মিছিলে মুখ্যমন্ত্রী জায়া নীতি দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৮.০৯.১৯বাধারঘাট উপ-নির্বাচনে জয়ের পর কর্মী-সমর্থকদের সঙ্গে জয়ী প্রার্থী মিমি মজুমদার। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৭.০৯.১৯বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে শহরে মিছিল করল পর্যটন দফতর। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৭.০৯.১৯প্লাস্টিক মুক্ত সমাজ গড়তে পুর নিগমের সচেতনতা কর্মশালায় ভাষন দিচ্ছেন বিধায়ক আশিষ সাহা। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৭.০৯.১৯বিশ্রামগঞ্জের ছেচড়িমাই এলাকায় দুর্ঘটনাগ্রস্থ আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মমন। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৬.০৯.১৯পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মজয়ন্তী পালন করা হয় ডি ও এস-র উদ্যোগে। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৬.০৯.১৯পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মজয়ন্তীর রাজ্য ভিওিক অনুষ্ঠানে বিদ্যাসাগরের মূর্তিতে শ্রদ্ধা জানাচ্ছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৬.০৯.১৯রাজ্য সরকারের কাজের প্রশংসা করে যুব মোর্চার মিছিল শহরে। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৬.০৯.১৯হাসপাতালে গিয়ে নির্যাতাতার সঙ্গে দেখা করেন সাংসদ প্রতিমা ভৌমিক। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৬.০৯.১৯প্রজ্ঞাভবনে আয়োজিত বিদেশী বানিজ্যের ক্রেতা বিক্রেতাদের কর্মশালায় উপস্থিত অথিতিরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৬.০৯.১৯আস্তাবল ময়দান থেকে স্বচ্ছতা সাইকেল মিছিলের সূচনা করছেন মন্ত্রী রতনলাল নাথ। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৬.০৯.১৯প্রজ্ঞাভবনে আয়োজিত আয়ুষ্মান ভারত দিবসের রাজ্য ভিওিক অনুষ্ঠানের সূচনা করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৫.০৯.১৯৫ দফা দাবিতে তপশিলী জাতি সমন্বয়ের রাজভবন অভিযান রুখে দিল পুলিশ। ক্ষোভে রাজপথে বিক্ষোভ সভা করল কর্মী সমর্থকরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৫.০৯.১৯রবীন্দ্রভবনে আয়োজিত পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম বার্ষিকি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন কেন্দ্রীয় বন দফতরের রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৫.০৯.১৯পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম বার্ষিকি উপলক্ষ্যে বি জে পি রাজ্য দফতরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন সাংসদ প্রতিমা ভৌমিক। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৫.০৯.১৯মূর্তি পাড়ায় মাতৃ কাঁধে গনপতি । আগরতলা। ছবি/টি৩৬৫। ২৪.০৯.১৯	টাউন হলে আয়োজিত এন এস এস-র স্বর্ন জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এন এস এস-র পক্ষ থেকে সন্মান জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৪.০৯.১৯প্রজ্ঞাভবনে আয়োজিত ট্রান্সফরমেশন অব এস্পিরেশেন্যাল ব্লক পোগ্রাম শীর্ষক কর্মশালার সূচনা করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৪.০৯.১৯মোদী ফ্যানস ক্লাবের উদ্যোগে শহরে প্লাস্টিক সচেতনতা মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ২২.০৯.১৯রাবার শ্রমিকদের রক্তদান শিবির ঘুরে দেখছেন বিরোধী দলনেতা মানিক সরকার। আগরতলা। ছবি/টি৩৬৫। ২২.০৯.১৯চট্টগ্রামের চারুকলা চর্চার ৫০ বছর উপলক্ষ্যে আয়োজিত চিএ প্রদর্শনী ঘুরে দেখছেন মন্ত্রী শান্তনা চাকমা। আগরতলা। ছবি/টি৩৬৫। ২২.০৯.১৯ বাধারঘাট উপ-নির্বাচনে জন্য উমাকান্ত স্কুল থেকে ই ভি এম নিয়ে ভোট কেন্দ্রে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ২২.০৯.১৯কংগ্রেস ও বামেরা ছায়া জোট। সাংবাদিক বৈঠক করে অভিযোগ করলেন বিধায়ক সুশান্ত চৌধুরী। আগরতলা। ছবি/টি৩৬৫। ২২.০৯.১৯উপ-নির্বাচনে রাজনৈতিক সন্ত্রাস,প্রতিবাদে সিদ্ধি আশ্রমে পথ অবরোধ করল সি পি আই এম । আগরতলা। ছবি/টি৩৬৫। ২২.০৯.১৯উপ-নির্বাচনে রাজনৈতিক সন্ত্রাস,প্রতিবাদে সিদ্ধি আশ্রমে পথ অবরোধ করল কংগ্রেস। আগরতলা। ছবি/টি৩৬৫। ২২.০৯.১৯হাসপাতালে রোগীদের উপর থেকে ফি বাতিল করতে বামেদের মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ২১.০৯.১৯বাঁধারঘাট কেন্দ্রে সরব প্রচারের শেষ দিনে কংগ্রেস প্রার্থীর সমর্থনে বাইক মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ২১.০৯.১৯মাধববাড়ি ঘটনায় গুলিবিদ্ধ দিলীপ দেববর্মাকে জি বি হাসপাতালে দেখতে যান বিরোধী দলনেতা মানিক সরকার। আগরতলা। ছবি/টি৩৬৫। ২১.০৯.১৯সাংবাদিক বৈঠকে কথা বলছেন শিক্ষামন্ত্র্রী রতনলাল নাথ। আগরতলা। ছবি/টি৩৬৫। ২১.০৯.১৯বাঁধারঘাট কেন্দ্রে সরব প্রচারের শেষ দিনে কংগ্রেস প্রার্থীর সমর্থনে বাইক মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ২১.০৯.১৯আদালতে করনীকদের ভোটদান পর্বের একটি মুহূর্ত। আগরতলা। ছবি/টি৩৬৫। ২১.০৯.১৯প্রয়াত সাংবাদিক শান্তুনু ভৌমিকের স্মরনে ডি ওয়াই এফ আই আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন পবিএ কর। আগরতলা। ছবি/টি৩৬৫। ২০.০৯.১৯বাঁধারঘাটের প্রার্থীর সমর্থনে রোড শো’তে প্রচারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ২০.০৯.১৯বাঁধারঘাটে বাম প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় ভাষন দিচ্ছেন বিরোধী দলনেতা মানিক সরকার। আগরতলা। ছবি/টি৩৬৫। ২০.০৯.১৯কলেজ নির্বাচনে প্রচারে সরব মহিলা কলেজের এ ভি বি পি-র সমর্থকরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ২০.০৯.১৯প্লাস্টিক ওয়েষ্ট কালেকশান ভ্যানের সূচনা করেন বিধায়িকা কল্যানী রায়। উদ্ভোধনের পর প্লাস্টিক সংগ্রহে নিয়োজিত কর্মীরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৯.০৯.১৯পশ্চিম থানার পুলিশের হাতে ধৃত ছিনতাবাজের মামলায় অভিযুক্ত বি জে পি নেতা আজারউদ্দিন ভূইয়ার ছোট ভাই আমির ভূইয়া। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৯.০৯.১৯বাঁধারঘাটে বিজেপি প্রর্থীর সমর্থনে আয়োজিত জনসভায় নতুন বি জে পি কর্মীদের বরন করে নিচ্ছেন বিধায়ক রামপ্রসাদ পাল। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৯.০৯.১৯বাঁধারঘাটে কংগ্রেস প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় ভাষন দিচ্ছেন বাংলার কংগ্রেস নেতা আব্দুল মান্নান । আগরতলা। ছবি/টি৩৬৫। ১৯.০৯.১৯আয়ুষ্মান ভারত সম্পর্কে সচেতনতা বাড়াতে পশ্চিম জেলার জেলা শাষক এক সচেতনতা মূলক কর্মসূচীর সূচনা করছেন। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৯.০৯.১৯আর কে নগর স্থিত টি এস আর ২য় ব্যাটেলিয়ানে বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে পূজার উদ্দেশ্যে সাজিয়ে রাখা হয় রাইফেলস। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৮.০৯.১৯গৌতম দওের শহীদান দিবস উপলক্ষ্যে শহীদ বেদীতে শ্রদ্ধা জানাচ্ছেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুন দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৮.০৯.১৯মোটক বাইক সাওয়ারী। গৃহস্থের ঘরে যাচ্ছেন বিশ্বকর্মা। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৭.০৯.১৯ক্লাবে ক্লাবে চলছে ব্যস্ততা। রাত জেগে কাজ করছেন মৃৎ শিল্পীরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৭.০৯.১৯কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠকে দলীয়য় নেতৃত্বরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৭.০৯.১৯কাজের দাবিতে বাম যুব সংগঠনের বিশাল মিছিল শহরে। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৬.০৯.১৯ক্যান্সার হাসপাতালে অটল বিহারী রিজিওনাল ক্যান্সার সেন্টারের উদ্ভোধন করে ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৬.০৯.১৯বিক্রির উদ্দেশ্যে বাজারমুখী দেবশিল্পী। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৬.০৯.১৯কাজের দাবিতে বাম যুব সংগঠনের বিশাল মিছিল শহরে। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৬.০৯.১৯কাজের দাবিতে বাম যুব সংগঠনের বিশাল মিছিল শহরে। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৬.০৯.১৯৫২তম ইন্জিনিয়ার দিবস উপলক্ষ্যে উজ্জয়ন্ত প্রাসাদে আয়োজিত অনুষ্ঠানে এম.বিসবেসশ্বরাইয়ার প্রতিকৃতিতে মাল্যদান করছেন মুখ্যমন্ত্র্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৫.০৯.১৯মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৫.০৯.১৯৫২তম ইন্জিনিয়ার দিবস উপলক্ষ্যে উজ্জয়ন্ত প্রাসাদে আয়োজিত অনুষ্ঠানে ‘আই লাভ আগরতলা ‘র ললগোর আবরন উন্মোচন করে সেলফি তুলছেন মুখ্যমন্ত্র্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৫.০৯.১৯বাধারঘাট কেন্দ্রে কংগ্রেস প্র্রার্থী রতন দাসের সমর্থনে মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৫.০৯.১৯মূর্তি পাড়ায় ব্যস্ততা তুঙ্গে। মহিলারাও ব্যস্ত দূর্গা প্রতিমা নির্মানে।আগরতলা। ছবি/প্রিয়াংকু মোদক। ১৪.০৯.১৯নব নির্মিত জেলা আদালত ভবনের উদ্ভোধন করে ভাষন দিচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৪.০৯.১৯বিদ্যুতের ডিউটি বিল নিয়ে সাংবাদিক বৈঠকে কথা বলছেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৪.০৯.১৯লেইক চৌমহুনী বাজারে সাফাই অভিযানে সাংসদ প্রতিমা ভৌমিক। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৪.০৯.১৯বাধারঘাট কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রতন দাসসের সমর্থনে মিছিল করল দলীয় সমর্থকরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৪.০৯.১৯সার্ভিস ইন্জিনিয়ারদের ৬ষ্ট বার্ষিক সভা উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবির ঘুরে দেখছেন সাংসদ প্রতিমা ভৌমিক। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৪.০৯.১৯চোখে জলে বিদায় নিলেন রাজকুমারী কমল প্রভা দেবী। তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৩.০৯.১৯রবীন্দ্রভবনে আয়োজিত একদিনের এি-স্তরীয় পঞ্চায়েতে নব নিযুক্ত অফিস ব্যায়ারারদের প্রশিক্ষন শিবিরে উপস্থিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৩.০৯.১৯বাঁধারঘাট উপ-নির্বাচনে ব্যবহৃত ই ভি এম মেশিন পরীক্ষা করে দেখা হচ্ছে। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৩.০৯.১৯বাংলাদেশ চলচ্চিএ উৎসব উপলক্ষ্যে বাংলাদেশ হাই-কমিশন অফিসে সাংবাদিক বৈঠক। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৩.০৯.১৯মাধ্যমিক ড্রপ আউট ছাএ-ছাএীদের হাতে এচিভম্যান্ট সার্টিফিকেট তুলে দিচ্ছেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। আগরতলা। ছবি/টি৩৬৫। ১২.০৯.১৯রাজভবনে শপথ নিচ্ছেন নব নিযুক্ত রাজ্য মুখ্য তথ্য আধিকারিক জে.কে রাও। আগরতলা। ছবি/টি৩৬৫। ১২.০৯.১৯আগরতলা প্রেস ক্লাবে স্বাস্থ্য শিবিরে উপস্থিত সাংবাদিকরা।আগরতলা। ছবি/টি৩৬৫। ১২.০৯.১৯ জিবি হাসপাতালে বে-সরকারি নিরাপওা কর্মীদের ধর্ণা। আগরতলা। ছবি/টি৩৬৫। ১২.০৯.১৯রাজ্য মহিলা কমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে জয়েন্ট একশ্যান কমিটির সদস্যরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ১২.০৯.১৯মহাকরনে সাংবাদিক বৈঠকে কথা বলছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ১১.০৯.১৯শ্রমজীবিদের মজুরি বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে সিট্যুর বিক্ষোভ মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ১১.০৯.১৯হাসপাতালে ফি বৃদ্ধির প্রতিবাদে জি বি চত্বরে বিক্ষোভ ও পোষ্টারিং করছে বাম যুব সংগঠনের সদস্যরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ১১.০৯.১৯পশ্চিম এিপুরা ভিওিক খেলো এিপুরার অন্তর্গত দাবা,ব্যাডমিন্টন ও টেবিল টেনিস খেলার সূচনা করছেন বিধায়িকা কল্যানী রায়। আগরতলা। ছবি/টি৩৬৫। ১১.০৯.১৯	পাতায় দূর্গা প্রতিমার চিএ। অভিনব এই সৃজনশীলতার পরিচয় রেখেছেন আই টি আই সাব্রমের ছাএ শুভম সাহা। আগরতলা। ছবি/প্রিয়াংকু মোদক। ১০.০৯.১৮মহরম উপলক্ষ্যে শহরে মুসলিম ধর্মাবল্মবীদের ধর্মীয় মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ১০.০৯.১৮স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী সংঘের রাজ্য সন্মেলনের সূচনা করছেন সংঘের নেতৃত্বরা। আগরতলা। ছবি/প্রিয়াংকু মোদক। ১০.০৯.১৮পাতায় দূর্গা প্রতিমার চিএ। অভিনব এই সৃজনশীলতার পরিচয় রেখেছেন আই টি আই সাব্রমের ছাএ শুভম সাহা। আগরতলা। ছবি/প্রিয়াংকু মোদক। ১০.০৯.১৮স্বাস্থ্য পরিষেবা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করল সদর কংগ্রেস। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৯.০৯.১৯হাসপাতাল ফিঃস্বাস্থ্য দফতরের সামনে বিক্ষোভ দেখাল সি পি আই এম। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৯.০৯.১৯স্বাস্থ্য পরিষেবা নিয়ে জি বি হাসপাতালর সামনে ধর্ণায় বসে কংগ্রেস সমর্থকরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৯.০৯.১৯কাশফুল ছোঁয়া জানান দিচ্ছে শারদীয়ার। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৯.০৯.১৯মহরমের আগের দিন তাজিয়া তৈরীতে ব্যস্ত মুসলীম ধর্মাবল্মবীরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৯.০৯.১৯আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে টাউন হলে আয়োজিত ক্লাব কর্তৃপক্ষকে নিয়ে বৈঠকে ভাষন দিচ্ছেন ট্রাফিক পুলিশ সুপার পিনাকী সামন্ত। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৮.০৯.১৯মূর্তি পাড়ায় শুরু ব্যস্ততা। দূর্গা প্রতিমার মুখাবয়ব নিয়ে ব্যস্ত মৃৎ শিল্পীরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৮.০৯.১৯আগরতলা রেল স্টেশনে দাঁড়িয়ে আছে আধুনিক ডিজেল চালিত যাএী ট্রেনের ডেমো। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৭.০৯.১৯ পোষ্ট অফিস চৌমুহনীতে এভাবেই ট্রাফিক বুথের সামনেই পার্কিং করে যাএীর অপেক্ষায় অটো,টমটম চালকরা। ধৃতরাষ্ট্রের ভূমিকায় দফতর। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৭.০৯.১৯
 
 
 
© tripura365.in, Agartala 799 001, Tripura, INDIA.