365 ত্রিপুরা ৩৬৫
www.booked.net
+32
°
C
+32°
+27°
Agartala
Tuesday, 08
See 7-Day Forecast

Nov - 2019
 
আলাপচারিতা...। ১৯তম নারী সমিতির রাজ্য সন্মেলন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে পলিটব্যুরোর দুই শীর্ষ নেতৃত্ব। আগরতলা। ছবি/টি৩৬৫। ৩০.১১.১৯বি জে পি রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে কথা বলছেন দলের মুখপাএ ডঃ আশোক সিনহা। আগরতলা। ছবি/টি৩৬৫। ৩০.১১.১৯১৯তম নারী সমিতির রাজ্য সন্মেলন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে ভাষন দিচ্ছেন পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাত। আগরতলা। ছবি/টি৩৬৫। ৩০.১১.১৯মুক্তধারা হলে পেনশন দিবসের সূচনা করছেন অথিতিরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ৩০.১১.১৯উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান সহ বিভিন্ন দাবি আদায়ে ফার্মাসিস্ট এসোসিয়েশনের বিক্ষোভ। আগরতলা। ছবি/ট৩৬৫। ২৯.১১.১৯স্বাধী প্রজ্ঞার মন্তব্যের প্রতিবাদে যুব কংগ্রসের বিক্ষোভ প্রদর্শন। আগরতলা। ছবি/ট৩৬৫। ২৯.১১.১৯স্বাধী প্রজ্ঞার মন্তব্যের প্রতিবাদে যুব কংগ্রসের বিক্ষোভ প্রদর্শন। আগরতলা। ছবি/ট৩৬৫। ২৯.১১.১৯কংগ্রেস ভবনে সেবা দলের বৈঠকে ভাষন রাখছেন দলীয় নেতা বীরজিৎ সিনহা। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৮.১১.১৯সি পি আই এম রাজ্য দফতরে দার্শনিক ফ্রেডারিকের জন্মদিবস উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন বামফ্রন্ট কমিটির আহ্বায়ক বিজন ধর। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৮.১১.১৯বিপর্যয় মোকাবেলর মহড়া চলছে গোর্খাবস্তি অরণ্য ভবনে। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৮.১১.১৯রাজ্য সরকারের ১৬১টি স্কুল বন্ধ করার প্রতিবাদ সহ বিভিন্ন দাবি আদায়ে আয়োজিত বাম ছাএ সংগঠনের গণ-অবস্থানে ভাষন দিচ্ছেন ছাএ নেএী বৈশালী মজুমদার। মঞ্চে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৭.১১.১১৯দলিত শোষন মঞ্চের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত রক্তদান শিবির ঘুরে দেখছেন বিরোধী দলনেতা মানিক সরকার। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৭.১১.১১৯কংগ্রেসের সন্দেশ যাএায় পুলিশের বাঁধার জেরে পথ অবরোধ। অবরোধ তুলতে দলীয় কর্মীদের গ্রেফতার করে পুলিশ। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৭.১১.১৯গ্রাহক বাড়ায় বেড়েছে দুধের উৎপাদন। তাই জাতীয় দুগ্ধ দিবসে দুধ প্রক্রিয়া করনে ব্যস্ত ডায়েরি দুধের শ্রমিকরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৭.১১.১৯মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্মদিন উপলক্ষ্যে বি জে পি রাজ্য কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবির ঘুরে দেখছেন দলের সম্পাদক রাজীব ভট্টাচার্য। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৫.১১.১৯মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্মদিন উপলক্ষ্যে ফায়ার সার্ভিস চৌমুহনীতে বৃক্ষ রোপন করছেন বি জে পি নেতৃত্বরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৫.১১.১৯বিভিন্ন দাবিতে বি এস এন এল কর্মিদের বিক্ষোভ। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৫.১১.১৯সিধাই থানাধীন সন্নাসীপাড়ায় এককই পরিবারের ৪জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার খোঁজ নিতে ছুটে যান বিরোধী দলনেতা মানিক সরকার। কথা বলেন পরিবারের লোকেদের সঙ্গে। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৪.১১.১৯এন সি সি দিবস উপলক্ষ্যে জওয়ানদের দ্বারা আয়োজিত রক্তদান শিবির ঘুরে দেখছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৪.১১.১৯এস টি কর্পোরেশন অফিসে ঋনদান ও রক্তদান শিবিরের উদ্ভোধন করে ভাষন দিচ্ছেন উপজাতি কল্যান মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৩.১১.১৯রাজ্য সফরে এসে কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের সঙ্গে বৈঠকে যোগ দিতে যাচ্ছেন কেন্দ্রীয় রাজ্য প্রতিমন্ত্রী পুরুষোওম রুপালা। আগরতলা। ছবি/টি৩৬৫। ২৩.১১.১৯প্রয়াত এস আই দূর্গা কুমার রাঙ্খলকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজ্য পুলিশের পুলিশ মহানির্দেশক এ কে শুক্লা। আগরতলা। ছবি/টি৩৬৫। ২২.১১.১৯১০৩২৩ সহ বিভিন্ন ইস্যু নিয়ে বামেদের গণাবস্থানে উপস্থিত বিরোধী দলনেতা মানিক সরকার। আগরতলা। ছবি/টি৩৬৫। ২২.১১.১৯নড়বরে ব্রীজ, নজর নেই কতৃপক্ষের। সীমান্ত সংলগ্ন কালিকাপুর থেকে তোলা ছবি। ২২.১১.১৯জমি সংক্রান্ত আর ও আর পরিষেবা এখন অনলাইনে। বৃহষ্পতিবার এই অনলাইন পরিষেবার সূচনা করেন রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা। আগরতলা। ছবি/টি৩৬৫। ।২২.১১.১৯পেঁয়াজের কালোবাজারি রুখতে শহরের বিভিন্ন বাজার পরদর্শনে খাদ্যমন্ত্রী মনোজকান্তি দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ২১.১১.১৯উমাকান্ত স্কুলের পরীক্ষা হলে গণ টোকাটুকির তদন্তে স্কুল পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। আগরতলা। ছবি/টি৩৬৫। ২১.১১.১৯শীতের শুরুতেই ফসল ফলানোর লড়াই-এ ব্যস্ত মহিলা। আগরতলা। ছবি/টি৩৬৫। ২০.১১.১৯৭দফা দাবি আদায়ে সি আই টি ইউ-র বিক্ষোভ মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ২০.১১.১৯বি জে পি  বড়দোয়ালী এস সি মোর্চা-রর জনজাগরন মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ২০.১১.১৯শিশুদিবসে শিশুদের শ্রদ্ধাঞ্জলি। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৪.১১.১৯সমবায় সপ্তাহ উপলক্ষ্যে ভ্রাম্যমান মোবাইল এ টি এম ভ্যানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৪.১১.১৯বিজেপি সরকারের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ মিছিল শহরে। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৪.১১.১৯রবিন্দ্রভবনে শিশু দিবসের মূল অনুষ্ঠানে ভাষন দিচ্ছেন মন্ত্রী শান্তনা চাকমা। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৪.১১.১৯জওহারলাল নেহেরুর জন্মদিনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন কংগ্রেস নেতা গোপাল রায়। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৪.১১.১৯নানা অনুষ্ঠানের পালিত বিশ্ব ডায়াবেটিক দিবস। শহরে সচেতনতা মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৪.১১.১৯শহরে কৃষক সভার কেন্দ্রীয় জমায়েতে ভাষন দিচ্ছেন জি এম পি নেতা তথা প্রাক্তন সাংসদ জীতেন্দ্র্র চৌধুরী। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৩.১১.১৯রাজস্ব দফতর আয়োজিত বিপর্যয় মোকাবিলা দিবস ২০১৯-র সমাপ্তি দিনে উপস্থিত রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৩.১১.১৯শহরে কৃষক সভার কেন্দ্রীয় জমায়েতের ছবি। আগরতলা। ছবি/টি৩৬৫। ১৩.১১.১৯ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব রাজ্যে। দিনভর হাল্কা থেকে ভারি বৃষ্টি। আগরতলা। ছবি/টি৩৬৫। ১০.১১.১৯জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষ্যে গাউছিয়া সমিতির মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ১০.১১.১৯ যোগেন্দ্রনগরে শববাহী গাড়ির  উদ্ভোধনে বিধানসভার অধক্ষ্য রেবতী মোহন দাস। আগরতলা। ছবি/টি৩৬৫। ১০.১১.১৯প্রেস ক্লাবে এিপুরা বিধানসভা কর্মচারী সংঘের ১ম সন্মেলনের সূচনা করেন উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। আগরতলা। ছবি/টি৩৬৫।০৯.১১.১৯গান্ধী পরিবারের কাছ থেকে এস পি জি সিকিউরিটি তুলে নেওয়ার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রীর কুশপুতুল পোড়ালেন এন এস ইউ আাই। আগরতলা। ছবি/টি৩৬৫।০৯.১১.১৯অযোধ্যা মামলা শুনানির পর আগরতলা বিশ্ব হিন্দু পরিষদ ভবনে রামের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিচ্ছেন শান্তিকামী আশ্রমের মহারাজ। আগরতলা। ছবি/টি৩৬৫।০৯.১১.১৯হাসপাতাল থেকে ছাড়া পেতেই শুক্রবার আদালতে তোলা হয় বিধায়ক বাদল চৌধুরীকে। ১১ই নভেম্বর পর্যন্ত জেল হাজতের নির্দেশ দেন আদালত। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৮.১১.১৯বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষ্যে শহরে সচেতনতা মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৮.১১.১৯নভেম্বর বিপ্লব উদযাপন উপলক্ষ্যে এস ইউ সি আই-র ছবি প্রদর্শনী। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৮.১১.১৯নূন্যতম বেতন ও সামাজিক সুরক্ষার দাবিতে আশা কর্মীদের মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৮.১১.১৯নভেম্বর বিপ্লব উপলক্ষ্যে টাউন হলে আয়োজিত হল সভায় ভাষন দিচ্ছেন বিরোধী দলনেতা মানিক সরকার। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৭.১১.১৯বি জে পি রাজ্য দফতরে এস সি মোর্চার বৈঠক। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৭.১১.১৯নভেম্বর বিপ্লব উপলক্ষ্যে সি পি আই এম রাজ্য দফতরে বিপ্লবীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন বিজন ধর। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৭.১১.১৯আখাউড়া রোডে জগ্গধাএী পূজায় উপস্থিত সস্ত্রীক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৬.১১.১৯সরকারি স্কুল বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে ডি এস ও। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৬.১১.১৯জগ্গধাএী পূজা উপলক্ষ্যে আনন্দময়ী আশ্রমে কুমারী পূজা। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৬.১১.১৯বিভিন্ন দাবিতে রিক্সা শ্রমিকদের মিছিল। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৬.১১.১৯১২ দফা দাবি আদায়ে ৮ জানুয়ারী ট্রেড ইউনিয়ন ডাকা বনধের সমর্থনে টাউন হলে আয়োজিত সভায় ভাষন দিচ্ছেন সিট্যুর রাজ্য সভাপতি মানিক দে। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৫.১১.১৯আন্তর্জাতিক বিপর্যয় রুপান্তরকরন দিবস উপলক্ষ্যে পশ্চিম জেলা আয়োজিত অনুষ্ঠানে ভাষন দিচ্ছেন মন্ত্রী এন সি দেববর্মা। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৫.১১.১৯আনন্দময়ী আশ্রমে চলছে জগ্গধাএী পূজা। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৫.১১.১৯১৩ নভেম্বর কংগ্রেসের মহামিছিল।কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠকে একথা জানালেন  কেন্দ্রীয় নেতা জয়রাম রমেশ। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৫.১১.১৯প্রজ্ঞাভবনে মহিলা নির্যাতন বিরোধী আইন শীর্ষক তিন দিনের কর্মশালার সূচনা করে কর্মশালায় কথা বলছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৪.১১.১৯মেগা মুক্ত বানিজ্যের প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় সরকারের ফরমান জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন কৃষক সভার কর্মীরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৪.১১.১৯সাংবাদিক বৈঠকে কথা বলছেন জি এম পি নেতা জিতেন্দ্র চৌধুরী। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৪.১১.১৯কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মনীতির বিরোধীতা করে দাবি আদায়ে গনাবস্থানে সামিল অঙ্গনওয়ারী কর্মীরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৪.১১.১৯লক আাপে মঙ্গল দাস হত্যা সহ বিভিন্ন ইস্যুতে শহরে বিক্ষোভ  মিছিল বাম ছাএ-যুব ও তপশিলী সংগঠনের সদস্যরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৪.১১.১৯টাউন হলে আয়োজিত গ্যাজেটেড অফিসার্স সংঘের বার্ষিক সভায় উপস্থিত মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৩.১১.১৯বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই-র  প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মুক্তধারা হলে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৩.১১.১৯বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই-র  প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সিটি সেন্টারের সামনে সংগঠনের পতাকা তুলছেন দলীয় কর্মীরা। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৩.১১.১৯নারী নির্যাতনের বিরুদ্ধে সিটি সেন্টারের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন গনতান্ত্রিক নারী সমিতির সদর বিভাগ। আগরতলা। ছবি/টি৩৬৫। ০৩.১১.১৯৩রা নভেম্বর থেকে শিশু উদ্যানে শুরু হচ্ছে  আগরতলা এক্সপ্রো। চলছে প্রস্তুতি। আগরতলা। ছবি/টি৩৬৫। ০২.১১.১৯পুর নিগমের প্রধান কার্যালয়ে স্মার্ট সিটির আওতাভূক্ত ১০টি জল এ টি এম প্রকল্পের সূচনা করছেন সাংসদ প্রতিমা ভৌমিক। আগরতলা। ছবি/টি৩৬৫। ০২.১১.১৯রেল স্টেশন থেকে আটক ৪জন নাইজেরীয়ান নাগরিক। আগরতলা। ছবি/টি৩৬৫। ০২.১১.১৯খেজুর বাগানে ছট পূজা উপলক্ষ্যে বিশেষ পূজার্চনা। আগরতলা। ছবি/টি৩৬৫। ০২.১১.১৯মহাকরনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরহিত্যে ব্যাঙ্ক কতৃপক্ষকে নিয়ে বানিজ্যিক বৈঠক। আগরতলা। ছবি/টি৩৬৫। ০১.১১.১৯সুকান্ত একাডেমীতে রাজ্য ভিওিক বিজ্ঞান কর্মশালায় ভাষন দিচ্ছেন শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ। আগরতলা। ছবি/টি৩৬৫। ০১.১১.১৯ডি ওয়াই এফ আই-র ৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সংগঠনের রাজ্য দফতরে রক্তদান শিবির। আগরতলা। ছবি/টি৩৬৫। ০১.১১.১৯বাংলাদেশ সম্প্রীতি সংসদের উদ্দেশ্যে সৌহার্দ্য যাএা। আগরতলা। ছবি/টি৩৬৫। ০১.১১.১৯
 
 
 
© tripura365.in, Agartala 799 001, Tripura, INDIA.